o
ক) পানি
শূন্যতা কমানোর জন্য অল্প অল্প করে বারবার লবন মিশ্রিত পানি খেতে পারেন।
o
খ) রক্তের
সুগার পরিমাপ করে নিয়মিত ভাবে ইনসুলিন গ্রহন করে যেতে হবে। শুধুমাত্র হাইপোগ্লাইসেমিয়া
বা রক্তের নিচের দিকে থাকলে ইনসুলিনের পরিমান কমাতে হতে পারে। পুরোপুরি ভাবে ইনসুলিন
বন্ধ করা যাবে না।
o
গ) সম্ভব
হলে প্রস্রাবের পরীক্ষা করে সেখানে কিটোন বডি আছে কিনা তা দেখতে হবে।
o
ঘ) অবিলম্বে
ডাক্তারের পরামর্শ গ্রহন করতে হবে।
রক্তের অতিরিক্ত সুগার বেড়ে গিয়ে জটিলতাঃ ডায়াবেটিক কিটোএসিডোসিস এবং ডায়াবেটিক কোমা
এমতাবস্থায়, অবিলম্বে ডাক্তারের পরামর্শ গ্রহন করতে হবে।
রক্তের অতিরিক্ত সুগার বেড়ে গিয়ে জটিলতাঃ ডায়াবেটিক কিটোএসিডোসিস এবং ডায়াবেটিক কোমা
লক্ষনঃ
১) রক্তের সুগার খুব বেশি বেড়ে যাওয়া।
২) খুব বেশি পিপাসা পাওয়া।
৩) ঘনঘন প্রস্রাব হওয়া।
৪) খুব অসুস্থ বোধ হওয়া
৪) বমি বমি ভাব হওয়া,
৫) ঝিমানো/ শরীর নিস্তেজ হয়ে আসা।
৬) দ্রুত শ্বাসপ্রশ্বাস গ্রহন করা।
৭) জ্ঞান হারিয়ে ফেলা
২) খুব বেশি পিপাসা পাওয়া।
৩) ঘনঘন প্রস্রাব হওয়া।
৪) খুব অসুস্থ বোধ হওয়া
৪) বমি বমি ভাব হওয়া,
৫) ঝিমানো/ শরীর নিস্তেজ হয়ে আসা।
৬) দ্রুত শ্বাসপ্রশ্বাস গ্রহন করা।
৭) জ্ঞান হারিয়ে ফেলা
এমতাবস্থায়, অবিলম্বে ডাক্তারের পরামর্শ গ্রহন করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন